হোয়াটসঅ্যাপে হাজারটা গ্রুপ নিয়ে নাজেহাল সকলেই । এই নিয়ে সরকারের নয়া পদক্ষেপ

Riyajul:- হোয়াটসঅ্যাপে হাজারটা গ্রুপ নিয়ে নাজেহাল সকলেই । নোটিফিকেশন অফ করলেও মেসেজের ভারে ফোন হ্যাং । এবার এই সমস্যার সমাধান করতে নয়া এক ফিচার আনতে পারে হোয়াটসঅ্যাপ।
Whatsapp
Whatsapp

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফিচারে কাউকে গ্রুপে অ্যাড করতে হলে তাঁর অনুমতি বাধ্যতামূলক হবে। কয়েকটি সরকারি সংস্থার তরফ থেকে অভিযোগ উঠেছিল বিভিন্ন সময়ে অবাঞ্চিত গ্রুপে তাঁদের অ্যাড করা হচ্ছে, তার পরেই এই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।

এক সরকারি আধিকারিক জানিয়েছেন ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা অন্যান্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে হোয়াটসঅ্যাপকে কর্তৃপক্ষকে এই বিষয়টি জানিয়েছে । আরও পড়ুন:-bajaj-dominar-400-production-Starts-Ahead-Of-Launch

দুবার গ্রুপ ছেড়ে দিলে তৃতীয়বার তাঁকে অ্যাড করা যায় না, কিন্তু অনেক সময় অন্য অ্যাডমিন তাঁকে ফের অ্যাড করে নিচ্ছে এই সমস্যাও দেখা গিয়েছে ।

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল যাতে গ্রুপে অ্যাড করার আগে সেই ব্যক্তির অনুমতি বাধ্যতামূলক করা হয়।
আরও পড়ুন;- Fet-lossing-home-8-simple-tips-without-Gem
হোয়াটসঅ্যাপে হয়রানি রুখতে গত কয়েকমাস ধরেই উদ্যোগী হয়েছে কেন্দ্র । পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর আটকাতেও ব্যবস্থা নিতে বলা হয়েছিল কর্তৃপক্ষকে ।

এছাড়াও ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও ফেক নিউজের ছড়িয়ে পড়া আটকাতে হোয়াটসঅ্যাপকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র ।


Post a Comment

1 Comments

Telling Your Important Comments